ইংরেজী শেখা নিয়ে যত কথা
ইংরেজী নিয়ে ভাবনা
ইংরেজী শেখার জন্য প্রতিনিয়ত আমরা কত শত চেষ্টা করে যাই তবুও শেখা হয় না কারন বিদেশী ভাষার নিয়মিত প্রাক্টিসের অভাব ধৈর্যের অভাব ও প্রতিবেশীদের অবাক চাহুনি এবং মনের মত ইরেজীতে কথা বলার সঙ্গী না পাওয়ার ফলে আমরা ব্যার্থ হই। কেউ কেউ কিছু দিন শেখার চেষ্টা চালিয়ে গেলেও যখন কোন অভিজ্ঞদের সাথে কথা বলে তারা তাদের মিসগাইড করে যেমন তুমি আগে ভোকাবুলারী শেখ কেউ বলে পার্টস অফ স্পিচ শেখ কেউ বলে স্পকেন এর ৩০দিনের বই পড় আবর অনেকে বলে গ্রামার পড়।
বিভিন্ন জনের কথা শুনে কোনটা রেখে কোনটা শিখব তা নিয়ে দূশ্চিন্তায় পড়ে যাই একবার পার্টস অফ স্পিচ পড়ি আরেক বার গ্রামার বই পড়ি প্রাক্টিসের জন্য কাউকে খুজি অবশেষে হতাশ হয়ে ছেড়ে দেই।

Comments
Post a Comment